বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝালকাঠি পৌর শহরের একটি সড়কে দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় কচু গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে স্থানীয়রা।
বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় শহরের টাউন মসজিদের সামনের সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব এ প্রতিবাদ জানান তারা।
জানা যায়, ঝালকাঠি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সড়কের এ বেহাল দশার কারণে এলাকাবাসী পৌরসভার প্রতি ক্ষুব্দ হয়ে এ প্রতিবাদ জানান।
স্থানীয় মাহাবুব আলম সৈকত বলেন, ঝালকাঠি পৌরসভায় তিন বছর ধরে এ রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে। এখন বর্ষায় রাস্তায় পানি জমে থাকছে। রাস্তার পাশে ড্রেন না থাকায় পানি উপচে আশপাশের ঘরে উঠে যাচ্ছে। চরম দুর্বিষহ পরিস্থিতে রয়েছেন রাস্তার দুই ধারের শত শত পরিবার। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াতের সময় পড়ে গিয়ে আহত হয়। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
রফিকুল ইসলাম বলেন, আশপাশে নতুন নতুন ভবন নির্মাণের ফলে রাস্তার যেমনি বেহাল দশা তৈরি হয়েছে, তেমনি পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। এ অংশ দিয়ে কোন রিকশা যাত্রী নিয়ে যেতে চায় না। স্কুল-কলেজে আসতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়। আজকে এই সড়কে কচু গাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার বলেন, ‘উপকূলীয় অঞ্চলের প্রকল্পের আওতায় এ সড়ক সংস্কার অনুমোদন হয়েছে। অচিরেই এটিসহ আরও সাতটি সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২৩/এএইচএ