বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির এক স্বপ্ন মারা গেছে, আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা, সংবিধান সম্মত নির্বাচন; আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১২ জুলাই) বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, জনগণ কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করবে না। যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বিকেল ৩টায় নির্ধারিত সময় থাকলেও তার আগেই জড়ো হন নেতাকর্মীরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। শান্তি সমাবেশে বিপুল সমাগম দেখানোর লক্ষ্য নেয় আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজন হলেও অংশ নেয় সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও। মুহুর্মুহু স্লোগান আর করতালিতে ভরে উঠে সমাবেশ স্থল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২৩/এএইচএ