ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেলের গন্তব্য কি টটেনহাম?

  • পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • 40

স্পোর্টস ডেস্ক: ক্লাবের প্রত্যেকটি জায়গা থেকে গ্যারেথ বেলকে ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। কিন্তু নাছোড় বান্দা গ্যারেথ বেলও দৃঢ়তার সঙ্গে আকড়ে আছেন রিয়ালের শেকড়। কোনোভাবেই ব্ল্যাঙ্কোসদের ছাড় দেবেন না তিনি। তবে অবশেষে আশার আলো দেখছেন জিনেদিন জিদান আর রিয়াল কর্তৃপক্ষ।

ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম হটস্পার্স গ্যারেথ বেলের জন্য আগ্রহ প্রকাশ করেছে। জডান সানচোকে না পেয়ে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর কথা ভাবছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও সেভিয়াতে এক মৌসুম লোনে থাকা রিয়ালের লেফটব্যাক সার্জিও রেগুলনের ব্যাপারেও বেশ আগ্রহী ছিল রেড ডেভিলরা।

এমনকি আলোচনায় বেশ অনেক দূর এগিয়ে ছিল। তবে রিয়াল মাদ্রিদ সঙ্গে রেগুলনকে নিয়ে বনিবনা হয়নি ম্যানচেস্টারের ক্লাবটি। রিয়াল চাইছিল দুই বছর পর রেগুলনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আবারও ক্লাবে ফিরিয়ে নেবে। তবে এখানেই বেঁকে বসে রেড ডেভিলরা। আর এই সুযোগটাই গ্রহণ করে টটেনহাম হটস্পার্স।

রেগুলনের জন্য মাদ্রিদের চাওয়া ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে স্পার্স, ‘বাই ব্যাক’ ক্লজের ব্যাপারেও দ্বিমত নেই তাদের। দুই বছর পর বাই ব্যাক ক্লজ অ্যাক্টিভ করে ৩৫-৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আবারও রেগুলনকে দলে ভেড়াতে পারবে লস ব্ল্যাঙ্কোসরা। এছাড়াও রেগুলনের ব্যাপারে কথা বলার সময়ই গ্যারেথ বেলের ব্যাপারে জানতে চায় স্পার্স।

এ প্রসঙ্গে গ্যারেথ বেলের এজেন্ট জনাথন বার্নেট বিবিসিকে জানিয়েছে, ‘গ্যারেথ বেল স্পার্সকে এখনও ভালোবাসে। আমরা আলোচনা করছি এখনও। আর এটাই একমাত্র ক্লাব যেখানে বেল যেতে চায়।’

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বেলের গন্তব্য কি টটেনহাম?

পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: ক্লাবের প্রত্যেকটি জায়গা থেকে গ্যারেথ বেলকে ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। কিন্তু নাছোড় বান্দা গ্যারেথ বেলও দৃঢ়তার সঙ্গে আকড়ে আছেন রিয়ালের শেকড়। কোনোভাবেই ব্ল্যাঙ্কোসদের ছাড় দেবেন না তিনি। তবে অবশেষে আশার আলো দেখছেন জিনেদিন জিদান আর রিয়াল কর্তৃপক্ষ।

ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম হটস্পার্স গ্যারেথ বেলের জন্য আগ্রহ প্রকাশ করেছে। জডান সানচোকে না পেয়ে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর কথা ভাবছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও সেভিয়াতে এক মৌসুম লোনে থাকা রিয়ালের লেফটব্যাক সার্জিও রেগুলনের ব্যাপারেও বেশ আগ্রহী ছিল রেড ডেভিলরা।

এমনকি আলোচনায় বেশ অনেক দূর এগিয়ে ছিল। তবে রিয়াল মাদ্রিদ সঙ্গে রেগুলনকে নিয়ে বনিবনা হয়নি ম্যানচেস্টারের ক্লাবটি। রিয়াল চাইছিল দুই বছর পর রেগুলনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আবারও ক্লাবে ফিরিয়ে নেবে। তবে এখানেই বেঁকে বসে রেড ডেভিলরা। আর এই সুযোগটাই গ্রহণ করে টটেনহাম হটস্পার্স।

রেগুলনের জন্য মাদ্রিদের চাওয়া ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে স্পার্স, ‘বাই ব্যাক’ ক্লজের ব্যাপারেও দ্বিমত নেই তাদের। দুই বছর পর বাই ব্যাক ক্লজ অ্যাক্টিভ করে ৩৫-৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আবারও রেগুলনকে দলে ভেড়াতে পারবে লস ব্ল্যাঙ্কোসরা। এছাড়াও রেগুলনের ব্যাপারে কথা বলার সময়ই গ্যারেথ বেলের ব্যাপারে জানতে চায় স্পার্স।

এ প্রসঙ্গে গ্যারেথ বেলের এজেন্ট জনাথন বার্নেট বিবিসিকে জানিয়েছে, ‘গ্যারেথ বেল স্পার্সকে এখনও ভালোবাসে। আমরা আলোচনা করছি এখনও। আর এটাই একমাত্র ক্লাব যেখানে বেল যেতে চায়।’

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: