ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ হিমালয় কন্যাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

  • পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • 84

স্পোর্টস ডেস্ক: দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবেন সাবিনারা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার নয় মাস পর মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ যারা সাবিনাদের প্রতিপক্ষ। হিমালয় কন্যাদের দলে ফিরেছেন ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু সাফে শিরোপা জেতে বাংলাদেশ। নেপালের লক্ষ্য সেই হারের প্রতিশোধ।

মেয়েদের সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। নেপাল কোচ আনন্দ থাপার কথায়, ‘এর মধ্যে আমরা চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ড্র করেছি। এএফসি অলিম্পিক বাছাইপর্বে ভিয়েতনামের সঙ্গে দুটি ম্যাচ হেরেছি। বাংলাদেশ সাফের শিরোপা জেতার নয় মাস পর মাঠে ফিরছে। কোচ গোলাম রব্বানী চলে গেছেন।

অধিনায়ক সাবিনা খাতুনের কথায়, ‘একজন পেশাদার ফুটবলারকে এটা মেনে নিতেই হবে। কোচ বদলেছে, আমাদের খেলা বদলায়নি। জেতার জন্যই মাঠে নামব।’ একই কথা কোচ মাহবুবুর রহমানেরও, ‘গোলাম রব্বানী ভাই হয়তো নেই; কিন্তু উনার দর্শন আছে আমাদের সঙ্গে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য নুরুল ইসলাম নুরু বলেন, ‘এই দল নিয়েই নেপালের বিপক্ষে আমরা লড়াই করব। মেয়েরা যেন সাফের মতো সেরাটা খেলতে পারে।’ এবার মেয়েদের দলে নেই টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। থাকছেন না ফিটনেস কোচ ইভান রাজলকও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেনদরবারে তারা সফল হননি বলে থাকছেন না, এমনটাই জানা গেছে বাফুফে সূত্রে।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজ হিমালয় কন্যাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবেন সাবিনারা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার নয় মাস পর মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ যারা সাবিনাদের প্রতিপক্ষ। হিমালয় কন্যাদের দলে ফিরেছেন ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু সাফে শিরোপা জেতে বাংলাদেশ। নেপালের লক্ষ্য সেই হারের প্রতিশোধ।

মেয়েদের সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। নেপাল কোচ আনন্দ থাপার কথায়, ‘এর মধ্যে আমরা চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ড্র করেছি। এএফসি অলিম্পিক বাছাইপর্বে ভিয়েতনামের সঙ্গে দুটি ম্যাচ হেরেছি। বাংলাদেশ সাফের শিরোপা জেতার নয় মাস পর মাঠে ফিরছে। কোচ গোলাম রব্বানী চলে গেছেন।

অধিনায়ক সাবিনা খাতুনের কথায়, ‘একজন পেশাদার ফুটবলারকে এটা মেনে নিতেই হবে। কোচ বদলেছে, আমাদের খেলা বদলায়নি। জেতার জন্যই মাঠে নামব।’ একই কথা কোচ মাহবুবুর রহমানেরও, ‘গোলাম রব্বানী ভাই হয়তো নেই; কিন্তু উনার দর্শন আছে আমাদের সঙ্গে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য নুরুল ইসলাম নুরু বলেন, ‘এই দল নিয়েই নেপালের বিপক্ষে আমরা লড়াই করব। মেয়েরা যেন সাফের মতো সেরাটা খেলতে পারে।’ এবার মেয়েদের দলে নেই টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। থাকছেন না ফিটনেস কোচ ইভান রাজলকও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেনদরবারে তারা সফল হননি বলে থাকছেন না, এমনটাই জানা গেছে বাফুফে সূত্রে।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: