বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে। লেনদেন বেড়ে কমে সাড়ে সাতশত কোটি টাকার ঘরে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি।
সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০টি এবং কমেছে ১০৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৫টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪১ দশমিক শুন্য ৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৭ দশমিক শূন্য ২ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৯ দশমিক ৪১ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টি, কমেছে ৬০টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৮৮ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক শূন্য ৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৬ দশমিক শূন্য ৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৬ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১১ হাজার ১৮৮ দশমিক ২৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭৯ দশমিক ৬৩ পয়েন্টে।
বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২৩/এমএজেড