ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আব্দুল্লাহ আল মাহমুদ

  • পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • 100

বিজনেস আওয়ার প্রতিবেদক : মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক পদে একই ব্যাংকের পাবনা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে আব্দুল্লাহ আল মাহমুদ ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার আগে সফলতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে অভাবনীয় সাফল্য লাভ করেন। জোনাল ম্যানেজার হিসেবে তিনি দক্ষতার সাথে দিনাজপুর, রংপুর এবং পাবনা জোনে দায়িত্ব পালন করেন। তাঁর গতিশীল নেতৃত্বে রূপালী ব্যাংকের দীর্ঘদিনের একমাত্র লোকসানী জোন রংপুর লাভজনক জোনে পরিণত হয়।

তিনি ১৯৭৪ সালের ৪ মে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ময়দানদীঘী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল কাদের মিঞা ছিলেন শিক্ষক। চার ভাই ও সাত বোনের মধ্যে তিনি অষ্টম। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মাধ্যমিক এবং সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। উভয় পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং বিওইউ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি পেশাগত ডিগ্রী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার উভয় পর্বে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

তিনি বাংলাদেশের একমাত্র ব্যাংকার হিসেবে আমেরিকার নিউইয়র্ক ইনস্টিটিউট অব ফিন্যান্স থেকে ব্যাংকিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তিনি আমেরিকান ব্যাংকার্স এসোসিয়েশন এবং এশিয়ান ব্যাংকার্স এসোসিয়েশনের ফেলোশিপ অর্জন করেন। তিনি পেশাগত, ধর্মীয় ও ব্যক্তিগত কারণে আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আব্দুল্লাহ আল মাহমুদ

পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক পদে একই ব্যাংকের পাবনা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে আব্দুল্লাহ আল মাহমুদ ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার আগে সফলতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে অভাবনীয় সাফল্য লাভ করেন। জোনাল ম্যানেজার হিসেবে তিনি দক্ষতার সাথে দিনাজপুর, রংপুর এবং পাবনা জোনে দায়িত্ব পালন করেন। তাঁর গতিশীল নেতৃত্বে রূপালী ব্যাংকের দীর্ঘদিনের একমাত্র লোকসানী জোন রংপুর লাভজনক জোনে পরিণত হয়।

তিনি ১৯৭৪ সালের ৪ মে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ময়দানদীঘী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল কাদের মিঞা ছিলেন শিক্ষক। চার ভাই ও সাত বোনের মধ্যে তিনি অষ্টম। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মাধ্যমিক এবং সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। উভয় পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং বিওইউ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি পেশাগত ডিগ্রী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার উভয় পর্বে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

তিনি বাংলাদেশের একমাত্র ব্যাংকার হিসেবে আমেরিকার নিউইয়র্ক ইনস্টিটিউট অব ফিন্যান্স থেকে ব্যাংকিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তিনি আমেরিকান ব্যাংকার্স এসোসিয়েশন এবং এশিয়ান ব্যাংকার্স এসোসিয়েশনের ফেলোশিপ অর্জন করেন। তিনি পেশাগত, ধর্মীয় ও ব্যক্তিগত কারণে আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: