স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলকে ৯৬ রানে তাড়া করতে গিয়ে অল্পের জন্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল সিরিজ। এবার সিরিজের শেষ ম্যাচে আরও একবার লেটার মার্ক তুললেন বাংলাদেশের বোলাররা। তাতে শেষ ম্যাচ জিতে মান বাঁচালো বাংলাদেশ।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল ভারত। যেখানে সর্বোচ্চ ৪০ রান এসেছে হারমানপ্রীতের ব্যাট থেকে। ৪১ বলে তার ব্যাট থেকে আসে একটি ছক্কা ও তিনটি চার। এছাড়া জেমিমাহ রদ্রিগেস করেছেন ২৮ রান।
টাইগ্রেসদের হয়ে রাবেয়া ১৬ রান খরচায় তিন উইকেট পেয়েছেন। এছাড়া সুলতানা খাতুন দুই উইকেট পেয়েছেন। নাহিদা, ফাহিমা ও স্বর্ণা নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২৩/এএইচএ