ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কনের বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বরের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। লগ্ন উপলক্ষ্যে কনের বাড়িতে যাওয়ার জন্য তৈরি বরযাত্রী। বেরোনোর ঠিক আগ মুহূর্তে তার আগে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎ সংযোগ দিতে যান বর সেনা সদস্য স্বপন কুমার দে (২৩)। আর সেখানেই বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে। স্বপন কুমার দে ওই গ্রামের দীপকদের ছেলে। ১০ জুলাই বিয়ের জন্য ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন তিনি। এ ঘটনার খবর পেয়ে মেয়ের বাবা অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বজন বরুণ চন্দ্র জানান, শুক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন‍্য আমরা প্রস্ততি নিচ্ছিলাম। ৯টার দিকে লগ্ন ছিল। কিন্তু তার আগেই এমন ঘটনা ঘটল। আমরা শোকস্তব্ধ হয়ে পড়েছি। বিষাদে পরিণত হয়েছে বিয়ে বাড়ির সব আনন্দ।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ১৫ জুলাই,২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কনের বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বরের মৃত্যু

পোস্ট হয়েছে : ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। লগ্ন উপলক্ষ্যে কনের বাড়িতে যাওয়ার জন্য তৈরি বরযাত্রী। বেরোনোর ঠিক আগ মুহূর্তে তার আগে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎ সংযোগ দিতে যান বর সেনা সদস্য স্বপন কুমার দে (২৩)। আর সেখানেই বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে। স্বপন কুমার দে ওই গ্রামের দীপকদের ছেলে। ১০ জুলাই বিয়ের জন্য ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন তিনি। এ ঘটনার খবর পেয়ে মেয়ের বাবা অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বজন বরুণ চন্দ্র জানান, শুক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন‍্য আমরা প্রস্ততি নিচ্ছিলাম। ৯টার দিকে লগ্ন ছিল। কিন্তু তার আগেই এমন ঘটনা ঘটল। আমরা শোকস্তব্ধ হয়ে পড়েছি। বিষাদে পরিণত হয়েছে বিয়ে বাড়ির সব আনন্দ।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ১৫ জুলাই,২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: