স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে চলতি ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জহির রায়হান।
শনিবার (১৫ জুলাই) সকালে অনুষ্ঠিত হিটে জহির রায়হান ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন। জহির রায়হান ছিলেন দুই নম্বর হিটে। সাতজন প্রতিযোগীর মধ্যে তিনি চতুর্থ হয়ে এ কৃতিত্ব দেখিয়েছেন।
৫ জন অ্যাথলেট এবারে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ফাইনালের কাছাকাছি গিয়েও পারেননি।
আজ বিকেল পাঁচটায় ফাইনালে ওঠার লড়াইয়ে দৌড়াবেন জহির রায়হান।
বিগত কয়েক বছরে জহির রায়হান বাংলাদেশের অ্যাথলেটিক্সে বিশেষ চরিত্র। ২০১৭ সালে নাইরোবি যুব অ্যাথলেটিক্স বিশ্বকাপে ৪০০ মিটার ইভেন্টে তিনি সেমিফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন। ঘরোয়া প্রতিযোগিতায় ২০০ ও ৪০০ মিটারে ভালো পারফরম্যান্স করেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বিজনেস আওয়ার/ ১৫ জুলাই,২০২৩/ এএইচএ