স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ান ক্ল্যাসিকোয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আলভারো গঞ্জালেসের মাথায় চড় মারার ঘটনায় লিগ ওয়ান ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। মেটজের বিপক্ষে বুধবার রাতের লিগ ম্যাচে তাই খেলতে পারেননি নেইমার। তাকে আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।
এদিকে নেইমার ওই ম্যাচে গঞ্জালেসকে চড় মারার কারণ হিসেবে তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন অভিযোগ করেন। ওই ঘটনারও তদন্ত হচ্ছে। যদি আলভারো সত্যি বর্ণবাদী মন্তব্য করে থাকেন তাহলে সর্বোচ্চ দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন ওই স্প্যানিশ ডিফেন্ডার।
আর যদি নেইমার মিথ্যা অভিযোগ করে থাকেন তাহলে লাল কার্ডের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হতে পারে বাড়তি নিষেধাজ্ঞা। আরও পাঁচ ম্যাচের জন্য নেইমার দল থেকে ছিটকে পড়তে পারেন। ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চড় মেরে বসেন তিনি। সে সময় রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২০/এ