বিজনেস আওয়ার প্রতিবেদক : লন্ডনের বিখ্যাত প্রকাশনা সংস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত কোয়ান্টাম কম্পিউটিং বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়েছে।
রবিবার বিকেলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর “কোয়ান্টাম কম্পিউটিং: এ পাথওয়ে টু কোয়ান্টাম লজিক ডিজাইন” নামের বইটির দ্বিতীয় সংস্করণ লন্ডনের বিখ্যাত প্রকাশনা সংস্থা “পদার্থবিদ্যা ইনস্টিটিউট (আইওপি)” কর্তৃক সদ্য প্রকাশিত হয়েছে। এটি বিশ্বের ৪৭টি দেশের ৩২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আমেরিকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি, স্ট্যানফোর্ড সহ কানাডার ওয়াটারলু।
বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২৩/এমএজেড