স্পোর্টস ডেস্ক: জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আফগানরা। ৩ ওভারে ১৬ রান করে ২ হারালেন দলটি।
এবার চার হাঁকিয়ে তাসকিনের ওভার শুরু করেন জাজাই। কিন্তু এই ওপেনারও তাড়া-হুড়া করে নিজের বিপদই ডেকে আনলেন। ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠে, হজরতউল্লাহ জাজাই খেলবেন না ছাড়বেন করতে গিয়ে খোঁচা দিলেন। উইকেটের পেছনে বাকি কাজটি করেছেন লিটন দাস। তাতে নিজের টানা দুই ওভারে দুই ওপেনারকে সাজঘরে ফেরালেন তাসকিন।
এর আগে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান ওপেনার রহমানউল্লাগ গুরবাজ। ঠিক পরের বলেও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেনি তিনি। কিন্তু বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। নিজের বলেই ক্যাচ তুলে নেন তাসকিন। রহমানউল্লাহর বিদায়ে ৯ রানে প্রথম উইকেট হারায় আফগানরা।
এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১৫৫ রানের টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজ রোববার জয় পেলে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ পাবেন সাকিবরা।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।
বিজনেস আওয়ার/ ১৬ জুলাই,২০২৩/ এএইচএ