বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির বা ২২ দশমিক ৫৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৯ দশমিক ৯৬ শতাংশ, আজিজ পাইপসের ৯ দশমিক ৯৪ শতাংশ, খান ব্রাদার্স পিপির ৯ দশমিক ৯৩ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৪১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১৯ শতাংশ, বঙ্গজের ৭ দশমিক ৭৩ শতাংশ, সোনালী আশেঁর ৭ দশমিক ১০ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৫ দশমিক ৯৪ শতাংশের শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২৩/এমএজেড