বিজনেস আওয়ার প্রতিবেদক : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অষ্টম দিন (১৮ জুলাই) অবস্থান করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর ডাকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
এদিকে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে দেখে করতে গেছেন বিটিএর নেতারা। বিটিএর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন শিক্ষকরা।
সাক্ষাৎ শেষে বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণের চূড়ান্ত ঘোষণা আসতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় যখনই কার্যকর হোক সেটাতে সমস্যা নেই। ঘোষণা না আসা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আমরা বিশৃঙ্খলা করতে আসি নাই। পুলিশ অথবা সরকার কেউ আমাদের শত্রু নয়। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ। সেটি ঘোষণা দিলেই আমরা স্কুলে ফিরে যাবো।
এর আগে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ রাখার ঘোষণা দেন বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, আমাদের এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। দাবি না মানা পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। আমরা পুলিশের সাথে কথা বলেছি। তাদের অবগত করেছি কর্মসূচির বিষয়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
বিটিএ সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, আমরা ১১ জুলাই থেকে এখানে অবস্থান করেছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। দাবি আদায় হলে এক সেকেন্ডও দেরি করবো না আমরা। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২৩/ এসএএস