ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদের ৩০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • 93

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানদের বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশ ‘এ’ দলের। আফগানিস্তান দলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে প্রতিপক্ষকে ৩০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে তারা। গ্রুপ পর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ।

চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় পুঁজি।

কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার বাংলাদেশের শুরুটা তেমন ভালো ছিল না। যদিও মোহাম্মদ নাঈম ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। মোহাম্মদ ইব্রাহিমের করা ওভারে আসে ১২ রান। কিন্তু দলীয় রান ৩৪ হতেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার।

নাঈম ১৯ বলে ১৮, তানজিদ হাসান ৯ বলে ৯ ও অধিনায়ক সাইফ হাসান ৩ বলে ৪ রান করে ফেরেন।

এরপর চতুর্থ উইকেটে ১১৭ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান জাকির হাসান ও জয়। জাকির ৭২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ করে ফেরেন। এরপর পঞ্চম উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৭৯ রান যোগ করেন জয়। সৌম্য ৪২ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৮ রানের ইনিংস উপহার দিয়েছেন।

পাঁচ নম্বরে খেলতে নেমে ১১৩ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি ব্যাটার জয়। ৪৬তম ওভারের শেষ বলে শারাফুদ্দিন আশরাফকে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশ্য শতকের পরই আউট হন। পরের ওভারে মোহাম্মদ সালিমকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। জয়ের ১১৪ বলে ঠিক ১০০ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ পায় ‘এ’ বাংলাদেশ। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সালিম।

বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আফগানদের ৩০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানদের বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশ ‘এ’ দলের। আফগানিস্তান দলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে প্রতিপক্ষকে ৩০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে তারা। গ্রুপ পর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ।

চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় পুঁজি।

কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার বাংলাদেশের শুরুটা তেমন ভালো ছিল না। যদিও মোহাম্মদ নাঈম ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। মোহাম্মদ ইব্রাহিমের করা ওভারে আসে ১২ রান। কিন্তু দলীয় রান ৩৪ হতেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার।

নাঈম ১৯ বলে ১৮, তানজিদ হাসান ৯ বলে ৯ ও অধিনায়ক সাইফ হাসান ৩ বলে ৪ রান করে ফেরেন।

এরপর চতুর্থ উইকেটে ১১৭ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান জাকির হাসান ও জয়। জাকির ৭২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ করে ফেরেন। এরপর পঞ্চম উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৭৯ রান যোগ করেন জয়। সৌম্য ৪২ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৮ রানের ইনিংস উপহার দিয়েছেন।

পাঁচ নম্বরে খেলতে নেমে ১১৩ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি ব্যাটার জয়। ৪৬তম ওভারের শেষ বলে শারাফুদ্দিন আশরাফকে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশ্য শতকের পরই আউট হন। পরের ওভারে মোহাম্মদ সালিমকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। জয়ের ১১৪ বলে ঠিক ১০০ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ পায় ‘এ’ বাংলাদেশ। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সালিম।

বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: