বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বা মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৬টির বা ৩১ দশমিক ২৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭১ টাকা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯ টাকা বা ১০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৯২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৬ দশমিক ৭৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ৫ দশমিক ২৯ শতাংশ, ডেল্টা লাইফের ৫ দশমিক ২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪ দশমিক ৭৬ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৪ দশমিক ৪২ শতাংশ, ন্যাশনাল ফিডের ৪ দশমিক ১৮ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৪ দশমিক ১০ শতাংশ এবং ফার কেমিক্যালের ৪ দশমিক ৩ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২৩/ এসএএস