স্পোর্টস ডেস্ক: দল বদলে সঙ্গে বদলেছে তার জার্সি। নতুন এক চ্যালেঞ্জ নিতে চলেছেন আর্জেন্টিনার ৩৬ বছরের সাধনার নায়ক। নিজেদের খেলোয়াড় হিসেবে রোববার আনুষ্ঠানিকভাবে মেসিকে পরিচয় করিয়ে দেয় ইন্টার মায়ামি। ওই দিন মায়ামি সমর্থকদের মাঝে বিরাজ করছিল উৎসবের আমেজ। তবে সন্ধ্যা নামার ঠিক আগেই বিষণ্নতা ভর করে। কারণ অনুষ্ঠান শুরু ঠিক আগ মুহূর্তেই শুরু হয় বজ্রঝড়। তাতে দুর্ভোগ পোহাতে হয় অনুষ্ঠানে আগত দর্শকদের। এক পর্যায়ে শঙ্কা জেগেছিল বাতিল হওয়া নিয়ে। কিন্তু যাকে নিয়ে এই আয়োজন, সেই লিওনেল মেসি অনুষ্ঠানপ্রাঙ্গণে আসতেই থেমে যায় ঝড়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দুই ঘণ্টা দেরিতে শুর হয়। তারপর মঞ্চে মেসিকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘আমেরিকা নাম্বার ১০’ হিসেবে। তার হাতে তুলে দেওয়া ইন্টার মায়ামির জার্সি। এসময় তার হাতে দেখা যায় নতুন একটি ঘড়ি।
ঘড়িটা ছিল পাটেক ফিলিপ অ্যাকুয়া নটিলাস ব্রান্ডের। এই ব্র্যান্ডের ঘড়ি তাকে আগেও পরতে দেখা গেছে। তবে এটা ছিল নতুন। ‘রেইনবো’ সিরিজের এই ঘড়িটা ক্রোনোগ্রাফ ৭৯৬৮/৩০০আর মডেলের। এই হাত ঘড়িটা বিশেষ নজর কাড়ার অন্যতম কারণ ‘রোস গোল্ড’ শেডের কারণে। পরে জানা গেছে ঘড়িতে আছে ১৮ ক্যারেটের সোনা। যার বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫৮৬ টাকা।
লিওনেল মেসির ঘড়ির সংগ্রহ নিয়ে খুব একটা মাতামাতি অবশ্য হয় না। তবে এটাও আকর্ষণীয়। কারণ প্রত্যেকটি ঘড়ির মধ্যেই বৈচিত্র্যময়। অনেক ঘড়ি সংগ্রাহক আছেন যারা শুধু একটি বা দুটি ব্র্যান্ডের ঘড়িই রাখেন তাদের সংগ্রহে। কিন্তু মেসি এক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। তার সংগ্রহে বর্তমানে বর্তমানে একটি রোলেক্স ইয়টমাস্টার, একটি রোলেক্স ডেটজাস্ট, একটি জ্যাকব অ্যান্ড কো এপিক এক্স ক্রোনো, একটি অডেমারস পিগুয়েট রয়্যাল ওক এবং দুটি প্যাটেক ফিলিপ নটিলাস রয়েছে।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২৩/ এএইচএ