বিজনেস আওয়ার প্রতিবেদক : ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স। জমা না দেওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে।
সূত্র মতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। ঘোষণা অনুসারে, লভ্যাংশ জমা দেওয়ার পর তথ্য ডিএসইতে জানানোর নিয়ম। কিন্তু এখনও সেই তথ্য ডিএসইতে দেওয়া হয়নি। একারণে ডিএসই একটি তদন্ত রিপোর্ট পাঠিয়েছে।
বিজনেস আওয়ার/ ১৯ জুলাই,২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: