ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, টাইগারদের ম্যাচ ৩ সেপ্টেম্বর

  • পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • 76

বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারত পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নেওয়ায় সেই সূচি আরও আগেই চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু পিসিবিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ এবং ভারতকে ফের পাকিস্তানে খেলাতে রাজি করানোর প্রক্রিয়ায় তা আর হয়ে ওঠেনি।

তবে খসড়া একটি সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে নির্ধারিত সময়ের একদিন আগেই (৩০ আগস্ট) টুর্নামেন্টটি শুরুর কথা বলা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার পিসিবি সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, বোর্ডের নতুন সভাপতি জাকা আশরাফ (১৯ জুলাই) এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবেন। এর মাঝেই খসড়া সূচি সামনে আনলো ভারতীয় ওয়েবসাইটটি।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিন এগিয়ে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে। যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

বিজনেস আওয়ার/ ১৯ জুলাই,২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, টাইগারদের ম্যাচ ৩ সেপ্টেম্বর

পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারত পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নেওয়ায় সেই সূচি আরও আগেই চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু পিসিবিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ এবং ভারতকে ফের পাকিস্তানে খেলাতে রাজি করানোর প্রক্রিয়ায় তা আর হয়ে ওঠেনি।

তবে খসড়া একটি সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে নির্ধারিত সময়ের একদিন আগেই (৩০ আগস্ট) টুর্নামেন্টটি শুরুর কথা বলা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার পিসিবি সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, বোর্ডের নতুন সভাপতি জাকা আশরাফ (১৯ জুলাই) এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবেন। এর মাঝেই খসড়া সূচি সামনে আনলো ভারতীয় ওয়েবসাইটটি।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিন এগিয়ে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে। যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

বিজনেস আওয়ার/ ১৯ জুলাই,২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: