ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মন্দা লেনদেনেও প্রধান সূচক উত্থান

  • পোস্ট হয়েছে : ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক উত্থানের একই অবস্থায় লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

দুই স্টকের কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন উভয় স্টকের লেনদেন পরিমান কমেছে। ডিএসইতে লেনদেন কমে নয়শ কোটি টাকার নিচে চলে এসেছে। আর সিএসইর লেনদেন ১০ কোটি টাকার ঘরে এসেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি এবং কমেছে ৬৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৫টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৬ দশমিক ১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৫১ পয়েন্ট দাঁড়িয়েছে ২ হাজার ২০০ দশমিক ২৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ দশমিক ৪১ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টি, কমেছে ৫৪টি এবং পরিবর্তন হয়নি ৮২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০ দশমিক ২৪ পয়েন্টে। সিএসসিএক্স ৮ দশমিক ৯৫ পয়েন্ট এবং সিএসআই দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ২২৮ দশমিক ৭৮ পয়েন্টে এবং ১ হাজার ১৮৪ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৩ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ২০ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৯৫ দশমিক ২০ পয়েন্টে।

বিজনেস আওয়ার/ ১৯ জুলাই,২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মন্দা লেনদেনেও প্রধান সূচক উত্থান

পোস্ট হয়েছে : ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক উত্থানের একই অবস্থায় লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

দুই স্টকের কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন উভয় স্টকের লেনদেন পরিমান কমেছে। ডিএসইতে লেনদেন কমে নয়শ কোটি টাকার নিচে চলে এসেছে। আর সিএসইর লেনদেন ১০ কোটি টাকার ঘরে এসেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি এবং কমেছে ৬৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৫টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৬ দশমিক ১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৫১ পয়েন্ট দাঁড়িয়েছে ২ হাজার ২০০ দশমিক ২৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ দশমিক ৪১ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টি, কমেছে ৫৪টি এবং পরিবর্তন হয়নি ৮২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০ দশমিক ২৪ পয়েন্টে। সিএসসিএক্স ৮ দশমিক ৯৫ পয়েন্ট এবং সিএসআই দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ২২৮ দশমিক ৭৮ পয়েন্টে এবং ১ হাজার ১৮৪ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৩ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ২০ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৯৫ দশমিক ২০ পয়েন্টে।

বিজনেস আওয়ার/ ১৯ জুলাই,২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: