বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে গত ২৯ জুন মুক্তি পায় আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। একই দিনে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। কিছুদিন আগে নিশোর একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। বলা যায়, বিষয়টি ‘টপ অব দ্য কান্ট্রি’তে রূপ নিয়েছিল। এনিয়ে দুই তারকার ভক্তদের মাঝেও শুরু হয় তর্ক-বিতর্ক ও শব্দের আক্রমণ। এখনো সেই রেশ সোশ্যাল মিডিয়ায় রয়েছে।
বর্তমানে দেশ-বিদেশে শাকিব-নিশোর দুটো সিনেমাই প্রদর্শিত হচ্ছে। আগামী শুক্রবার কলকাতায় মুক্তি পাবে নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা। এ উপলক্ষে ভারতে গিয়েছেন তিনি। তার সঙ্গী হয়েছেন সিনেমাটির নায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফি। নানা ব্যস্ততার মাঝে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন নিশো। বিভিন্ন প্রশ্নের ফাঁকে ফের উঠে এসেছে শাকিব-নিশোর ‘বিরোধ’-এর বিষয়টি।
বাংলাদেশে ঈদুল আজহায় ৫টি সিনেমা মুক্তি পায়। সর্বশেষ বক্স অফিসে মুখোমুখি ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’। কিন্তু আসল লড়াইটা কী শাকিব বনাম নিশোর এমন প্রশ্নের উত্তরে আফরান নিশো বলেন, না, আমি প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি না। আমার তো প্রথম সিনেমা এটি। ইন্ডাস্ট্রি স্বাগত জানাবে, এটুকুই কাম্য। শাকিব খান কী আপনাকে স্বাগত জানিয়েছেন এমন প্রশ্নের জবাবে আফরান নিশো বলেন, না। উনার পক্ষে থেকে কোনো অভিনন্দন বার্তা পাইনি। তবে ওনার সিনেমার প্রযোজক শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
লোকে বলে বাংলাদেশে সুপারস্টার একজনই তিনি হলেন শাকিব খান। আপনার কী মত এমন প্রশ্নের উত্তরে আফরান নিশো বলেন, আমার কাছে হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা, বুলবুল আহমেদরা সুপারস্টার।
বিজনেস আওয়ার/ ২০ জুলাই,২০২৩/এমএজেড