ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য-তামিম!

  • পোস্ট হয়েছে : ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • 104

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ঘরের মাঠে আগামী ২৯ জুলাই থেকে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্য টাইগার স্কোয়াডে ২৫-৩০ জনের একটি প্রাথমিক দল গঠন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপের প্রাথমিক দল ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘প্রাথমিক ক্যাম্পে ইমার্জিং এশিয়া কাপের কিছু খেলোয়াড়ের থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে চূড়ান্ত দলে তারা থাকবেন কিনা, সেটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচক প্যানেলের উপর।’

এদিকে শ্রীলঙ্কায় চলমান ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শেখ মাহেদী হাসানরা। এই স্কোয়াড থেকে কিছু খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া খেলোয়াড়রা বিশ্বকাপ দলেও থাকতে পারেন।

ইমার্জিং এশিয়া কাপে ৯০ রান ও ৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দৌঁড়ে এগিয়ে সৌম্য সরকার। সুযোগের লড়াইয়ে সৌম্যর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ১টি শতকসহ ১১১ রান করা মাহমুদুল হাসান জয়। দু’টি হাফ-সেঞ্চুরিতে ১২৮ রান করেছেন তানজিদ তামিম এবং ১টি অর্ধশতকে ৯৯ রান করেছেন জাকির হাসান। ৪৭ রান ও দুই উইকেট নিয়ে ছন্দে রয়েছেন শেখ মাহেদী হাসানও।

উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের আসর। ইতোমধ্যে এই দুই মেগা ইভেন্টের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ২১ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য-তামিম!

পোস্ট হয়েছে : ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ঘরের মাঠে আগামী ২৯ জুলাই থেকে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্য টাইগার স্কোয়াডে ২৫-৩০ জনের একটি প্রাথমিক দল গঠন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপের প্রাথমিক দল ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘প্রাথমিক ক্যাম্পে ইমার্জিং এশিয়া কাপের কিছু খেলোয়াড়ের থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে চূড়ান্ত দলে তারা থাকবেন কিনা, সেটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচক প্যানেলের উপর।’

এদিকে শ্রীলঙ্কায় চলমান ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শেখ মাহেদী হাসানরা। এই স্কোয়াড থেকে কিছু খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া খেলোয়াড়রা বিশ্বকাপ দলেও থাকতে পারেন।

ইমার্জিং এশিয়া কাপে ৯০ রান ও ৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দৌঁড়ে এগিয়ে সৌম্য সরকার। সুযোগের লড়াইয়ে সৌম্যর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ১টি শতকসহ ১১১ রান করা মাহমুদুল হাসান জয়। দু’টি হাফ-সেঞ্চুরিতে ১২৮ রান করেছেন তানজিদ তামিম এবং ১টি অর্ধশতকে ৯৯ রান করেছেন জাকির হাসান। ৪৭ রান ও দুই উইকেট নিয়ে ছন্দে রয়েছেন শেখ মাহেদী হাসানও।

উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের আসর। ইতোমধ্যে এই দুই মেগা ইভেন্টের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ২১ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: