ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • পোস্ট হয়েছে : ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার (ওসি) মো. ফারুকুল আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

অলিউল্লাহ রুবেল (৩৬) শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। একই সঙ্গে ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন তিনি। পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, রাজারবাগ থেকে রাতে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজনেস আওয়ার/ ২১ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পোস্ট হয়েছে : ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার (ওসি) মো. ফারুকুল আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

অলিউল্লাহ রুবেল (৩৬) শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। একই সঙ্গে ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন তিনি। পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, রাজারবাগ থেকে রাতে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজনেস আওয়ার/ ২১ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: