বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা। এই মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাত একাই লেনদেন করেছে ১৮ শতাংশ । ফলে খাতভিত্তিক লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থান দখল করে এই খাতটি। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা যায়।
বিদায়ী সপ্তাহে খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ১৫৭ কোটি টাকা। রিটার্নে দর বেড়েছে দশমিক ১ শতাংশ। বাজার মূলধন ৪০ হাজার ১৪৭ কোটি ৫০ লাখ টাকা। এই খাতটি লেনদেনে বেশি করলেও রিটার্নে দর বেশি বেড়েছে সাধারন বীমা খাতে। এতে ১০ দশমিক ৮০ শতাংশ দর বেড়েছে।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারন বিমা খাত। সপ্তাহে খাতটিতে মোট লেনদেনের ১০ দশমিক ৫০ শতাংশ অবদান রয়েছে। লেনদেন হয়েছে ৯২ কোটি ১০ লাখ টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। সপ্তাহে খাতটিতে মোট লেনদেনের ১০ দশমিক ১০ শতাংশ অবদান রয়েছে। লেনদেন হয়েছে ৮৭ কোটি ৯৫ লাখ টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে ওযুধ ও রসায়ন খাত। সপ্তাহে খাতটিতে মোট লেনদেনের ৮ শতাংশ অবদান রয়েছে। লেনদেন হয়েছে ৬৯ কোটি ৫২ লাখ টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালানী ও শক্তি খাত। সপ্তাহে খাতটিতে মোট লেনদেনের ৭ দশমিক ৮০ শতাংশ অবদান রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকা।
এছাড়া বিবিধ খাতে ৭ দশমিক ৫০ শতাংশ, বস্ত্র খাতে ৭ দশমিক ৪০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্সে খাতে ৬ দশমিক ৯০ শতাংশ, আইটি খাতে ৫ দশমিক ২০ শতাংশ, ভ্রমন ও অবসর খাতে ৩ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, সিমেন্ট খাতে ৩ দশমিক ২০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ২ দশমিক ৩০ শতাংশ, চামড়া খাতে ১ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ, পাট খাতে দশমিক ৯০ শতাংশ, নন ব্যাংকিং আর্থিক খাতে ৮০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৩০ শতাংশ এবং টেলিযোগাযোগ খাতে দশমিক ১০ শতাংশ করে লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২৩/এমএজেড