বিনোদন ডেস্ক: ‘মাইন্ড গেম’ শিরোনামে চার পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করছেন সঞ্জয় বড়ুয়া। নাটকটির চমৎকার তিনটি চরিত্রে দেখা যাবে নিলয় আলমগীর, জেএস হিমি ও সুজন হাবিবকে।
নাটকটির গল্পে দেখা যাবে- দেশে করোনামহামারীর প্রভাবে হুট করে চাকরি চলে যাবার পর একজন মানুষের মনস্তাত্বিক যে সকল পরিবর্তন ঘটে এবং এর প্রভাব যে কতটা গুরুতর হয় তারই চিত্র। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ নাটকের ক্যামেরা ওপেন হলো।
এ প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, গল্পটি অনেকটা থ্রিলার টাইপের। মজার বিষয় হচ্ছে আমি এই নাটকের হিরো কিন্তু আমার কোন গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড আছে ভিলেনের। এটাই নাটকের নতুনত্ব। নির্মাতা এবং আমরা চেষ্টা করেছি দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার। আশা করি সবার ভাললাগবে নাটকটি।
নির্মাতা সঞ্জয় বড়ুয়া জানান, দর্শকের কাছে উপভোগ্য হবে এমন একটি গল্প রয়েছে নাটকটিতে। থ্রিলার আছে, রোমান্স আছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকপ্রিয় হবে। ধারাবাহিক নাটক ‘মাইন্ড গেম’ শিগগিরই নাগরিক টিভিতে প্রচারিত হবে।
বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২০/এ