ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে

  • পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • 60

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশজুড়ে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি জানালেও সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশে গত কয়েকদিনে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে জিানিয়ে জাহিদ মালেক বলেন, ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। তবে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারব।

সচেতনতা বাড়ানোর ওপরে জোর দিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান প্রমুখ।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে

পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশজুড়ে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি জানালেও সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশে গত কয়েকদিনে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে জিানিয়ে জাহিদ মালেক বলেন, ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। তবে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারব।

সচেতনতা বাড়ানোর ওপরে জোর দিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান প্রমুখ।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: