বিজনেস আওয়ার ডেস্ক: প্রাকৃতিক গ্যাসের সঞ্চালন ও বিতরণ চার্জ বাড়িয়েছে সরকার। গত জানুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হলেও চলতি জুলাই মাস থেকে সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর জন্য বাড়তি এই চার্জ নির্ধারণ করলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে এতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়বে না।
বৃহস্পতিবার (২০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ও সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের নতুন মার্জিন হবে প্রতি ঘনমিটারে ১ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেডের (বাপেক্স) এর মার্জিন হবে ৪ টাকা। এদিকে গ্যাস সঞ্চালন কম্পানি গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) সঞ্চালন মার্জিন হবে ১ দশমিক ২ টাকা।
ছয়টি গ্যাস বিতরণ কম্পানির ডিস্ট্রিবিউশন মার্জিনও বাড়ানো হয়েছে। এর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ঘনমিটার প্রতি ডিস্ট্রিবিউশন চার্জ ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের চার্জ ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৩৭ পয়সা, পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেডের ১৬ পয়সা থেকে বাড়িয়ে ২৬ পয়সা, সুন্দরবন গ্যাস কম্পানি লিমিটেডের ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২৪ পয়সা এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ১১ পয়সা থেকে বাড়িয়ে ১৮ পয়সা করা হয়েছে।
গ্যাসের দামের বিষয়ে সর্বশেষ গণশুনানি হয় গত বছরের মার্চ। তখন বিতরণ কম্পানিগুলো গ্যাসের দামের পাশাপাশি বিতরণ চার্জ বাড়িয়ে দেওয়ার আবেদন করেছিল। শুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল সবগুলো বিতরণ কম্পানিই মুনাফায় রয়েছে। যার কারণে তখন সঞ্চালন ও বিতরণ মার্জিন বাড়ানো হয়নি।
বিজনেস আওয়ার/২৩ জুলাই,২০২৩/এএইচএ