ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিএন্ডএ’র ছয় এজিএম ৮ আগস্ট, আলিফের সঙ্গে একীভূত

  • পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • 75

মোহাম্মদ আনিসুজ্জামান : ঝুলে থাকা টানা ৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইল। একই সঙ্গে কোম্পানিটি ২০২১-২০২২ অর্থবছরের (জুলাই-জুন) জন্য দশমিক ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষনা দিয়েছে। পাশাপাশি শেয়ারবাজারের তালিকাভুক্ত আরেক কোম্পানি আলিফ ইন্ডাষ্ট্রিজের সঙ্গে সিএন্ডএ টেক্সটাইল একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, সিএন্ডএ টেক্সটাইলের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে বিগত ৬ বছরের এজিএম করার অনুমতি দিয়েছে। সেই ধারায় সিএন্ডএ টেক্সটাইল চট্টগ্রামের কালুরঘাটে কোম্পানিটির নিজস্ব ফ্যাক্টরীতে আগামী ৮ আগস্টে এজিএম করার সিদ্ধান্ত নেয়। এজিএম দুপুর ১২ টায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়। এক্ষেত্রে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া ২০২১-২০২২ অর্থবছরের জন্য দশমিক ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সি এন্ড এ টেক্সটাইল। দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে এই ডিভিডেন্ট দিবে। এদিকে, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা।

আরও জানা যায়, কোম্পানিটি ব্যাংক ঋণের সুদ ২৮ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ১৩৬ টাকা মওকুফ পেয়েছে। যার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে মওকুফ হয়েছে ১৫ কোটি ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা। বাকি ১৩ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৬৩৬ টাকা ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মওকুফ পাবে বলে আশা করছে কোম্পানিটি। কোম্পানিটি উৎপাদনে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। এ লক্ষ্যে কোম্পানির গার্মেন্টস ইউনিটের জন্য ৫৭৯ জন এবং টেক্সটাইল ইউনিটের জন্য ২০০ জন স্ট্যাফ নিয়োগ দিয়েছে।

উৎপাদন শুরুর পর চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) জন্য কোম্পানির লক্ষ্যকৃত রাজস্ব (অনুমান) ধরা হয়েছে ১৫০ থেকে ১৭০ কোটি টাকা। কোম্পানী ২০২১-২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা প্রতিটি সাধারন শেয়ারের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ ডিভিডেন্ড পাবে। তবে কোম্পানির স্পনসর/পরিচালকরা এই নগদ ডিভিডেন্ড পাবে না। কোম্পানির ২১তম এজিএমে ডিভিডেন্ড অনুমোদন পর, তা ধারন করা শেয়ারহোল্ডারদের ডিপোজিটরিতে চলে যাবে। কোম্পানির ইতিহাসে এই প্রথম নগদ ডিভিডেন্ড দিচ্ছে।

এছাড়া আলিফ ইন্ডাষ্ট্রিজের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সিএনএ টেক্সটাইল। কোম্পানির পাওনাদার ব্যাংক, অন্যান্য পাওনাদার, শেয়ারহোল্ডার, অন্যান্য স্টেকহোল্ডারদের সম্মতি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। আবার বোর্ড নতুন ব্যবস্থাপনার পক্ষে মো. আজিমুল ইসলামকে শেয়ারের অর্থ জমা এবং পরবর্তীতে বোর্ডের হাতে নেওয়ার বিপরীতে আগত পরিচালনা পর্ষদের কাছে নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি মূলধন সংগ্রহের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করার অনুমোদন দিয়েছে। কোম্পানিটি বর্তমান শেয়ারহোল্ডিং পরিচালকদের সম্পূর্ণ সংখ্যক শেয়ার নতুন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর/বিক্রয়ের অনুমোদন দিয়েছে। তদনুসারে বিএসইসি যথাযথ আবেদন করতে হবে।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’-মার্চ’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২০২২-মার্চ’২০২৩) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৩ টাকা ৮ পয়সা।

এছাড়া ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৩ পয়সা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা। একই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৩ পয়সা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিএন্ডএ’র ছয় এজিএম ৮ আগস্ট, আলিফের সঙ্গে একীভূত

পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

মোহাম্মদ আনিসুজ্জামান : ঝুলে থাকা টানা ৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইল। একই সঙ্গে কোম্পানিটি ২০২১-২০২২ অর্থবছরের (জুলাই-জুন) জন্য দশমিক ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষনা দিয়েছে। পাশাপাশি শেয়ারবাজারের তালিকাভুক্ত আরেক কোম্পানি আলিফ ইন্ডাষ্ট্রিজের সঙ্গে সিএন্ডএ টেক্সটাইল একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, সিএন্ডএ টেক্সটাইলের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে বিগত ৬ বছরের এজিএম করার অনুমতি দিয়েছে। সেই ধারায় সিএন্ডএ টেক্সটাইল চট্টগ্রামের কালুরঘাটে কোম্পানিটির নিজস্ব ফ্যাক্টরীতে আগামী ৮ আগস্টে এজিএম করার সিদ্ধান্ত নেয়। এজিএম দুপুর ১২ টায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়। এক্ষেত্রে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া ২০২১-২০২২ অর্থবছরের জন্য দশমিক ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সি এন্ড এ টেক্সটাইল। দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে এই ডিভিডেন্ট দিবে। এদিকে, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা।

আরও জানা যায়, কোম্পানিটি ব্যাংক ঋণের সুদ ২৮ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ১৩৬ টাকা মওকুফ পেয়েছে। যার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে মওকুফ হয়েছে ১৫ কোটি ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা। বাকি ১৩ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৬৩৬ টাকা ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মওকুফ পাবে বলে আশা করছে কোম্পানিটি। কোম্পানিটি উৎপাদনে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। এ লক্ষ্যে কোম্পানির গার্মেন্টস ইউনিটের জন্য ৫৭৯ জন এবং টেক্সটাইল ইউনিটের জন্য ২০০ জন স্ট্যাফ নিয়োগ দিয়েছে।

উৎপাদন শুরুর পর চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) জন্য কোম্পানির লক্ষ্যকৃত রাজস্ব (অনুমান) ধরা হয়েছে ১৫০ থেকে ১৭০ কোটি টাকা। কোম্পানী ২০২১-২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা প্রতিটি সাধারন শেয়ারের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ ডিভিডেন্ড পাবে। তবে কোম্পানির স্পনসর/পরিচালকরা এই নগদ ডিভিডেন্ড পাবে না। কোম্পানির ২১তম এজিএমে ডিভিডেন্ড অনুমোদন পর, তা ধারন করা শেয়ারহোল্ডারদের ডিপোজিটরিতে চলে যাবে। কোম্পানির ইতিহাসে এই প্রথম নগদ ডিভিডেন্ড দিচ্ছে।

এছাড়া আলিফ ইন্ডাষ্ট্রিজের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সিএনএ টেক্সটাইল। কোম্পানির পাওনাদার ব্যাংক, অন্যান্য পাওনাদার, শেয়ারহোল্ডার, অন্যান্য স্টেকহোল্ডারদের সম্মতি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। আবার বোর্ড নতুন ব্যবস্থাপনার পক্ষে মো. আজিমুল ইসলামকে শেয়ারের অর্থ জমা এবং পরবর্তীতে বোর্ডের হাতে নেওয়ার বিপরীতে আগত পরিচালনা পর্ষদের কাছে নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি মূলধন সংগ্রহের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করার অনুমোদন দিয়েছে। কোম্পানিটি বর্তমান শেয়ারহোল্ডিং পরিচালকদের সম্পূর্ণ সংখ্যক শেয়ার নতুন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর/বিক্রয়ের অনুমোদন দিয়েছে। তদনুসারে বিএসইসি যথাযথ আবেদন করতে হবে।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’-মার্চ’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২০২২-মার্চ’২০২৩) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৩ টাকা ৮ পয়সা।

এছাড়া ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৩ পয়সা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা। একই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৩ পয়সা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: