বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ জুলাই) শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থাকলেও সূচক ও লেনদেন কমেছে।
জানা গেছে, এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ছয় হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ পয়েন্ট ও দুই হাজার ১৭২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির বা ১২.৭৫ শতাংশের। এছাড়া দর কমেছে ৪১.১৫ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬.০৮ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ২৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৭০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট এবং সিএসআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯৯ পয়েন্টে, এক হাজার ৩১৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টির এবং ৭৩টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২৩/এমএজেড