বিজনেস আওয়ার প্রতিবেদক : গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি) নিয়ে একটি সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর উদ্যোগে। সিএসই’র ট্রেকহোল্ডারদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্ল্যাটফর্মে এবং স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্মে জি-সিকিউরিটিজ বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি) বিষয়ক সচেতনতামূলক এই প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রায় ১৫৫ জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সিডিবিএলের সিডিএস অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম অ্যান্ড হেড অব ইনফরমেশন টেকনোলজি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ডিজিএম অ্যান্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মাদ মনিরুল হক, ডিজিএম অ্যান্ড হেড অব ট্রেক মার্কেটিং সার্ভিসেস মো. মর্তুজা আলম।
সিএসইর ট্রেনিং অ্যান্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন (বিএসইসি) গত ২২ জুন একটি প্রজ্ঞাপন জারি করে। এরপরে ২৬ জুন চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোকে এই নির্দেশনা পরিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় কমিশন।
উদ্বোধনী বক্তৃতায় গোলাম ফারুক বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন (বিএসইসি)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম পদ্ধতি অবলম্বনে একটি স্বয়ংক্রিয়, উন্নত এবং টেকসই শেয়ারবাজার অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালনে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই নতুন প্রোডাক্টগুলোর লেনদেনের সময় উদ্ভূত ছোট ছোট কিন্তু নিরবিছিন্ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন সমস্যাগুলোর সঠিক সমাধান পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজনেস আওয়ার/২৪ জুলাই, ২০২৩/পিএস