বিজনেস আওয়ার প্রতিবেদক : কোম্পানিগুলোর পারর্ফমেন্সের পর্যালোচনার ভিত্তিতে দেশের দ্বিতীয় প্রধান শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরিয়াহ ভিত্তিক সূচকে ৯টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর তালিকা থেকে ১০টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সিএসইতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শরিয়াহ সূচকে যুক্ত হওয়া ৯টি কোম্পানি হলো :এপেক্স ফুড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেক্সিমকো লিমিটেড, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইসলামি ব্যাংক, জিকিউ বলপেন, লিবরা ইনফিউশন এবং স্কয়ার ফার্মাসিউক্যালস।
তালিকা থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো : আমান ফিড, বাংলাদেশ ল্যাম্পস, ইস্টার্ন হাউজিং, ফার ক্যামিকা, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট, খুলনা প্রিন্টিং, মতিন স্পিনিং, রিং শাইন এবং ইউনাইটডে পাওয়ার।
আগামী ০১ আগস্ট থেকে এই তালিকা কার্যকর হবে।
বিজনেস আওয়ার/ ২৪ জুলাই,২০২৩/এসএএস