বিজনেস আওয়ার ডেস্ক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২৪ জুলাই) ৬৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১ কোটি টাকার। এহিসেবে ব্লক মার্কেটে লেনদনে কমেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৭ লাখ ৮৯ হাজার ৬৩৪টি শেয়ার ১৪৭ বার হাত বদলের মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৬০ লাখ ০৫ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।
বিজনেস আওয়ার/২৪ জুলাই, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: