বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিত চেয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দুই আসামির ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২৫ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, তাহেরের হত্যা ৭১’র বর্বরতাকেও স্মরণ করিয়ে দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
এর আগে জাহাঙ্গীরের ভাই সোহরাবের করা রিটের শুনানি শেষে ১৭ জুলাই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পরে আপিল বিভাগে লিভ টু আপিল করে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত চাওয়া হয়।
গত ২ মে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও যাবজ্জীবন দণ্ডিত এক আসামির আবেদন খারিজের রায় প্রকাশ করা হয়েছে। পরে দুই আসামি প্রাণ ভিক্ষার আবেদন করেন। তবে সেই আবেদন নাকচ হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির একজন হলেন মো. জাহাঙ্গীর আলম, যিনি অধ্যাপক তাহেরের বাসার কেয়ারটেকার ছিলেন। অপর আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন তার সহকর্মী এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২৩/পিএস