বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি বছরের মে মাসে ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ৮০ লাখ। এসব কার্ডের মাধ্যমে মে মাসে মোট ৪২ হাজার ১২১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা বেশি। এর ফলে কার্ডে লেনদেনের পরিমাণ বেড়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত সময়ে ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ৮০ লাখ। গত বছর একই সময়ে যা ছিল তিন কোটি সাড়ে ৭ লাখ। এক বছর আগের তুলনায় কার্ড বেড়েছে ৭২ লাখ বা সাড়ে ২৩ শতাংশ। এই মাসে বিভিন্ন ব্যাংকের এসব কার্ডের বিপরীতে মোট ৪২ হাজার ১২১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা বেশি।
মোট কার্ডের মধ্যে ডেবিট কার্ড রয়েছে তিন কোটি ১৭ লাখের বেশি। ক্রেডিট কার্ড রয়েছে ২২ লাখ ১৬ হাজার। আর প্রিপেইড কার্ড রয়েছে ৪০ লাখ ৩৭ হাজার। গত মে পর্যন্ত সারাদেশে এটিএম বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৮টি। এসব বুথের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ২৯ হাজার ৮৩৮ কোটি টাকা।
এছাড়া প্রায় এক লাখ ছয় হাজার ৮১৬ পয়েন্ট অব সেলসের (পিওএস) মাধ্যমে লেনদেন হয়েছে দুই হাজার ৫৭৭ কোটি টাকা। আর তিন হাজার ২১১টি ক্যাশ রিসাইকেলিং মেশিনের (সিআরএম) বিপরীতে লেনদেন হয়েছে আট হাজার ৪৩৭ কোটি টাকা। এছাড়া ই-কমার্সে পরিশোধ হয়েছে এক হাজার ২৭০ কোটি টাকা।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২৩/পিএস