বিজনেস আওয়ার প্রতিবেদক : পরপর তিন কার্যদিবসই পতন হয়েছে শেয়ারবাজারে। মঙ্গলবারও (২৫ জুলাই) শেয়ারবাজারের সব সূচক কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে যে পরিমান কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে তার চেয়ে আড়াই গুণ বেশি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে সামান্য বেড়েছে।
জানা গেছে, এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৮৫ পয়েন্ট কমে ছয় হাজার ৩৩১.০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৩.১২ পয়েন্ট ও দুই হাজার ১৬২.৩৪ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির বা ১৩.৬৮ শতাংশের। এছাড়া দর কমেছে ১২১টির বা ৩৩.৮০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮৮টির বা ৫২.৫১ শতাংশের।
আজ ডিএসইতে ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসের লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৯.৯২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ৬.৮৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪.৪৬ পয়েন্ট এবং সিএসআই ১.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৮৩.৯৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮.৩৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৩.১৯ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৩.৯২ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ৭৩টির এবং ৭৬টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২৩/পিএস