ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা করেছেন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুড়িগ্রামের বাসিন্দা জুয়েল মিয়া (২৬) ও কিশোরগঞ্জের বাসিন্দা নাসরিন আক্তার (২২)। জুয়েল মাটি কাটার কাজ করতেন এবং নাসরিন গৃহকর্মীর কাজ করতেন। স্বামী অসুস্থ হওয়ায় সেটিও করতে পারতেন না বলে জানিয়েছেন ওসি।

ওসি বলেন, সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে রামপুরা একটি টিনসেট ঘর ভাড়া করে বসবাস শুরু করেন তারা। গত রাতে ফ্যানের একটি হুকের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে তারা।

পুলিশে ওই কর্মকর্তা বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সাথে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।

ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এখন পর্যন্ত অন্য কোনো ঘটনা পাইনি।

বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা করেছেন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুড়িগ্রামের বাসিন্দা জুয়েল মিয়া (২৬) ও কিশোরগঞ্জের বাসিন্দা নাসরিন আক্তার (২২)। জুয়েল মাটি কাটার কাজ করতেন এবং নাসরিন গৃহকর্মীর কাজ করতেন। স্বামী অসুস্থ হওয়ায় সেটিও করতে পারতেন না বলে জানিয়েছেন ওসি।

ওসি বলেন, সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে রামপুরা একটি টিনসেট ঘর ভাড়া করে বসবাস শুরু করেন তারা। গত রাতে ফ্যানের একটি হুকের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে তারা।

পুলিশে ওই কর্মকর্তা বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সাথে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।

ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এখন পর্যন্ত অন্য কোনো ঘটনা পাইনি।

বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: