ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ স্থলে নেতাকর্মীদের ভিড়

  • পোস্ট হয়েছে : ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ (২৮ জুলাই) দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। বেলা যত বাড়ছে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।

পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, অ্যাসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি ও জলকামান।

নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি পয়েন্টেই পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। যেখানেই নেতাকর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেখানেই ফোর্স পাঠানো হচ্ছে।

বিএনপি ছাড়ও আরও বেশ কয়েকটি সমমনা রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে আজ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে রয়েছে আওয়ামী লীগের জনসভা। এসব কারণে নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিজয়নগর বিজয় ৭১ চত্বরে এবি পার্টি, মৎস্যভবনের সামনে সড়কে বিকেল ৩টায় গণতন্ত্র মঞ্চ, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিকেল ৩টায় ১২ দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৪টায় গণধিকার পরিষদ (কিবরিয়া-ফারুক), পল্টনে প্রীতম জামান টাওয়ার সামনে বিকেল ৩টায় গণঅধিকার পরিষদ (নুরু-রাশেদ), বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে ১১টা থেকে জাতীয়তাবাদী সম্মাননা জোট, মতিঝিলের নটরডেম কলেজের উল্টোপাশে বিকেলে গণফোরাম ও পিপলস পার্টির সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মৎস্যভবন এলাকা, সেগুনবাগিচা, কাকরাইল মোড়, নয়াপল্টন, ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকা, নোয়াখালী টাওয়ার এলাকা, প্রেসক্লাব, সেগুনবাগিচা, মালিবাগ, শান্তিনগর, মৌচাক এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে ও অলিগলিতে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের সবার হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। স্লোগানে স্লোগানে উত্তাল প্রতিটি সড়ক। সতর্ক অবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপির সমাবেশ স্থলে নেতাকর্মীদের ভিড়

পোস্ট হয়েছে : ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ (২৮ জুলাই) দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। বেলা যত বাড়ছে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।

পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, অ্যাসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি ও জলকামান।

নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি পয়েন্টেই পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। যেখানেই নেতাকর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেখানেই ফোর্স পাঠানো হচ্ছে।

বিএনপি ছাড়ও আরও বেশ কয়েকটি সমমনা রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে আজ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে রয়েছে আওয়ামী লীগের জনসভা। এসব কারণে নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিজয়নগর বিজয় ৭১ চত্বরে এবি পার্টি, মৎস্যভবনের সামনে সড়কে বিকেল ৩টায় গণতন্ত্র মঞ্চ, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিকেল ৩টায় ১২ দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৪টায় গণধিকার পরিষদ (কিবরিয়া-ফারুক), পল্টনে প্রীতম জামান টাওয়ার সামনে বিকেল ৩টায় গণঅধিকার পরিষদ (নুরু-রাশেদ), বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে ১১টা থেকে জাতীয়তাবাদী সম্মাননা জোট, মতিঝিলের নটরডেম কলেজের উল্টোপাশে বিকেলে গণফোরাম ও পিপলস পার্টির সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মৎস্যভবন এলাকা, সেগুনবাগিচা, কাকরাইল মোড়, নয়াপল্টন, ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকা, নোয়াখালী টাওয়ার এলাকা, প্রেসক্লাব, সেগুনবাগিচা, মালিবাগ, শান্তিনগর, মৌচাক এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে ও অলিগলিতে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের সবার হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। স্লোগানে স্লোগানে উত্তাল প্রতিটি সড়ক। সতর্ক অবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: