বিজনেস আওয়ার প্রতিবেদক: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ যোগ দিতে এসে ফকিরাপুল মোড়ে স্লোগান দিতে দিতে মো. মাহমুদুর রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আক্তার হোসেন জানান, আজ বিএনপির মহাসমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন মাহমুদুর রহমান। বিএনপি অফিসের পাশের ফকিরাপুল এলাকায় তিনি ও তার সঙ্গী নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহমুদুর। আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মাহমুদুর রহমানের আগে থেকে হার্টের সমস্যা ছিল। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে বিএনপি নেতা মাহমুদুর রহমানের বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। পরিবার নিয়ে শহরের ডনচেম্বার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তিন ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে এখানে নিয়ে আসা হয়। চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২৩/এএইচএ