বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন এলাকায় মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার দুপুর ১২টার পর থেকে হঠাৎ করেই ইন্টারনেট বন্ধের অভিযোগ আসে।
নয়াপল্টনে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা বলেন, দুপুর ১২টার পর থেকেই তাঁরা মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। তাই সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে পারছেন না। সংবাদ সংগ্রহ করতে আসা বেশকিছু প্রতিবেদক নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সংযোগ পাননি। পরে সেখান থেকে বেরিয়ে অন্য এলাকায় গিয়ে ইন্টারনেট সংযোগ পান।
বিএনপির মহাসমাবেশের আসা একাধিক নেতা-কর্মী জানায়, তারা লাইভ করতে পারছেন না। তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যবস্থা চালু করে দলের ভ্যারিফাইড ফেসবুকে লাইভ করতে পারছেন। বিএনপির ভ্যারিফাইড ফেসবুক পেজে এবিষয়ে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে শুক্রবার দুপুর ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।
এদিকে, নয়াপল্টনে এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ দেখায়। এতে ইন্টারনেট ব্রাউজ ও ভয়েস কলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েন এলাকার সেবাগ্রহীতারাও।
সূত্র জানায়, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবশ্য এবিষয়ে বিটিআরসির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২৩/এমএজেড