বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের সঙ্গে যখন পুলিশের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাকালে এ ঘটনা ঘটে। সকাল ১১টার পর থেকে যাত্রাবাড়ী শনির আখড়া মাতুয়াইল এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চলে দুই ঘণ্টাব্যাপী। বন্ধ থাকে যান চলাচল।
যাত্রাবাড়ী থানারেএক পুলিশ কর্মকর্তা বলেন, মাতুয়াইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
শনিবার ২৯ জুলাই সকাল ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী শনির আখড়া মাতুয়াইল এলাকায় অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এসময় পুলিশ টিয়ারসেল এবং রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২৩/এমএজেড