ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ আজ

  • পোস্ট হয়েছে : ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 64

বিজনেস আওয়ার প্রতিবেদক : সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আজ (৩০ জুলাই) সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পালন করা হবে এ কর্মসূচি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, রবিবার সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে।

তিনি আরও বলেন, আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। তাদের আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সারাদেশে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ আজ

পোস্ট হয়েছে : ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আজ (৩০ জুলাই) সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পালন করা হবে এ কর্মসূচি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, রবিবার সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে।

তিনি আরও বলেন, আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। তাদের আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: