বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রবি আজিয়াটা নতুন একটি সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির নাম ‘আর ভেঞ্চার পিএলসি’। রবিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির রেজিস্ট্রেড অফিস বাংলাদেশে অবস্থিত হবে। সহযোগী কোম্পানিটির কাজ হবে ডিজিটাল সেবা দেওয়া। যেমন-ওটিটি সার্ভিস, টিকিটিং সার্ভিস এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস।
সহযোগী কোম্পানি ‘আর ভেঞ্চার পিএলসি এর শতভাগ মালিকানা রবি আজিয়াটার।
প্রসঙ্গত, চলতি হিসাব বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা।
বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/পিএস