ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে।

রবিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাদক দমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বারবার মিটিং করে আশ্বাস পেলেও উল্লেখযোগ্য কোনো সাড়া পাচ্ছি না।

মন্ত্রী বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। কিন্তু মাদকের দুটি বৃহৎ বলয়ের মধ্যে হওয়ায় আমাদের এখানে মাদক ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

মাদকের বিরুদ্ধে সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নানান কাজ করে যাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে।

রবিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাদক দমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বারবার মিটিং করে আশ্বাস পেলেও উল্লেখযোগ্য কোনো সাড়া পাচ্ছি না।

মন্ত্রী বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। কিন্তু মাদকের দুটি বৃহৎ বলয়ের মধ্যে হওয়ায় আমাদের এখানে মাদক ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

মাদকের বিরুদ্ধে সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নানান কাজ করে যাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: