বিজনেস আওয়ার প্রতিবেদক : বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঝরায় রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। ফলে গত কয়েকদিনে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ ১০ এ ঘুরলেও আজ ৮২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৬ নম্বরে। বায়ুর এই মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এই তথ্য জানিয়েছে।
আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির স্কোর ১৬১। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ১৫৭ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর শীর্ষ তিনে ১৫১ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৪৫ স্কোর নিয়ে শীর্ষ চারে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পাঁচ নম্বরে ১৪১ স্কোর নিয়ে আছে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি।
এদিকে, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষ ছয়ে ১৩৯ স্কোর নিয়ে ইরাকের রাজধানী বাগদাদের পর ১২৬ স্কোর নিয়ে শীর্ষ সাত নম্বরে অবস্থান করছে চিলির সান্তিয়াগো। এরপর শীর্ষ আট নম্বরে ১২২ স্কোর নিয়ে আছে সৌদি আরবের রিয়াদ। পাশাপাশি নয় নম্বরে ১১৬ স্কোর নিয়ে আছে কাতারের দোহা। এছাড়া তালিকার শীর্ষ ১০ এ ১১৪ স্কোর নিয়ে আছে উগান্ডার রাজধানী কাম্পালা।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। এখানকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা ভালো থাকে।
বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২৩/পিএস