বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশে আসতে শুরু করেছে। তবে বন্দরে পাঁচদিন আটকে থাকায় ট্রাকেই নষ্ট হয়ে গেছে আমদানি করা এক তৃতীয়াংশ পেঁয়াজ।
গতকাল শনিবার আমদানি করা পেঁয়াজগুলো খালাসের সময় এ চিত্র দেখতে পান ব্যবসায়ীরা। এতে যাদের পেঁয়াজ এখনো আটকে রয়েছে তারা পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন।
পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান খাদিজা এন্টারপ্রাইজের প্রতিনিধি গণমাধ্যমকে জানান, তার আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।
তিনি আরো জানান, আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হয়ে যাওয়া সম্ভানা বেশি। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।
বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: