বিজনেস আওয়ার প্রতিবেদক : সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে, ইউরোপীয় ইউনিয়ন যারা সরকারের সঙ্গে আলোচনা করেছে কেউ বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আমরা সংবিধান অনুযায়ী দ্বাদশ নির্বাচন করব।
সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলার কোনো রেকর্ড নেই। যারা নির্বাচন চায় তারা সংঘাত চায় না।
বিএনপি ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের প্রসঙ্গ তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমাবেশ করল বায়তুল মোকাররমে, বিএনপি করল পল্টন। পরদিন পথ অবরুদ্ধ কর্মসূচি কেন? পথ বন্ধ করার কর্মসূচি কোনো ধরনের রাজনীতি?
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান লন্ডন থেকে বলছে একটা লাশের বদলে ১০টা লাশ। পুলিশের ওপর হামলার যোগানদাতা তারেক। নির্বাচনকে বাধা দিতে পথ অবরুদ্ধ কর্মসূচির জন্য ভিসানীতি তাদের ওপরই প্রয়োগ করা উচিত।
নির্বাচনের আগে-পরে সবসময়ই আওয়ামী লীগ শান্তিপূর্ণ পরিবেশ চায় মন্তব্য করেন সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সংঘাত, সংঘর্ষ নয় নির্বাচন চায়। তারা (বিএনপি) যেকোনো মূল্যে শেখ হাসিনাকে সরাতে চায়।
বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২৩/পিএস