বিজনেস আওয়ার প্রতিবেদক: মশা নিধনে এবার ৬ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কীটনাশক, যন্ত্রপাতি কেনা ও পরিবহনে এই টাকা ব্যয় হবে।
২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ৩০ কোটি টাকা।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ডিএসসিসি নগরভবন মিলনায়তনে চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসির এবারের বাজেট, সংস্থাটি এবার মশা নিধনে ব্যবহৃত কীটনাশকে ব্যয় করবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা, এ খাতে গত অর্থবছরের প্রকৃত সংশোধিত বাজেট ছিল ২৯ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা, এ খাতে গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতিতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৩ লাখ টাকা। সব মিলিয়ে মশার সঙ্গে যুদ্ধে মোট ৪৬ কোটি ৭৫ লাখ বরাদ্দ রেখেছে ডিএসসিসি।
২০২৩-২৪ অর্থবছরে মোট ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ডিএসসিসি। এর আগে ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা, মধ্যবর্তী সংশোধিত বাজেটে এর আকার ছিল ৬ কোটি ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। পরে প্রকৃত সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছিল ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা।
এসময় মেয়র তাপস বলেন, আমি ঢাকাবাসীকে বিনীতভাবে নিবেদন করছি, কোথাও যদি এডিস মশার লার্ভা থাকে কিংবা পানি জমে থাকায় লার্ভা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, দয়া করে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর যায় ০১৭০৯৯০০৮৮৮ এ কল দিয়ে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য দিন।
বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২৩/এএইচএ