বিজনেস আওয়ার প্রতিবেদক : সকলকে রেখে প্রবীণ সাংবাদিক এনায়েত রসুল চলে গেছেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত সোমবার রাত ৮টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এনায়েত রসুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে প্রেসক্লাব তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বাদ জোহর নারিন্দা শাহ সাহেব বাড়ি জামে মসজিদে মরহুমের জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করেছে।
কর্মজীবনে মরহুম এনায়েত রসুল বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং নিউএজে বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক ছিলেন। এনায়েত রসুল জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য ছিলেন।
বিজনেস আওয়ার/ ১ আগস্ট,২০২৩/এমএজেড