বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসের মতো চতুর্থ কার্যদিবস বুধবারও (০২ আগস্ট) উত্থান হয়েছে শেয়ারবাজার। এদিন সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এদিন শেয়ারবাজার দুইটি বাদে সব সূচক বেড়েছে। আর লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে যে পরিমাণের শেয়ার ও ইউনিট দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.২২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৪২.৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৫.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ১৬০.৯৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির বা ২৩.৭১ শতাংশের। এছাড়া দর কমেছে ৮৭টির বা ২৬.৪৪ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭০টির বা ৪৯.৮৪ শতাংশের।
আজ ডিএসইতে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯২ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২১.১৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ৫.৮৭ পয়েন্ট ও সিএসআই ০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯১.১৬ পয়েন্টে ও ১ হাজার ১৭৪.০০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২.৫৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ০.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৭১.৯৮ পয়েন্টে ও এক হাজার ৩১৩.১৩ পয়েন্টে।
সিএসইতে আজ ১৬৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ৪৭টির এবং ৬৭টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২৩/পিএস