বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭৩ জন মারা গেলেন। একই সময়ে আরও ২ হাজার ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা একদিনে এ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আক্রান্ত ২ হাজার ৭১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৩০ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।
বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: